দেশজুড়ে

গাইবান্ধায় আ’লীগ কার্যালয়ে ভাঙচুর-আগুন

গাইবান্ধায় আ’লীগ কার্যালয়ে ভাঙচুর-আগুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরসহ আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শনিবার (১০ মে) সন্ধ্যার দিকে উপজেলায় আ’লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

Advertisement

এসময় শহরের উপজেলা গেট সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ের গেট-দরজা, জানালার গ্রিল, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে তাতে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ ও ফ্যাসিবাদের দোসরদের পালিয়ে যাওয়ার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে বিকেলে ব্লকেড এবং অবস্থান কর্মসূচির ডাক দেয় সর্বস্তরের ছাত্র-জনতা। কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে কার্যালয়ের সামনে আসবাবপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের চৌমাথা মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অবস্থান কর্মসূচি পালন করে। এতে জেলার জামায়াত, ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য দেন।

Advertisement

এ এইচ শামীম/এমএন/এএসএম