লাইফস্টাইল

ছুটির বিকালে নাস্তায় বানিয়ে নিন মোগলাই পরোটা

ছুটির বিকালে নাস্তায় বানিয়ে নিন মোগলাই পরোটা

ছুটির বিকালে পরিবারের সবাই মিলে মেতে ওঠেন চায়ের আড্ডায়। এমন সুন্দর বিকেলে চায়ের সঙ্গে কিছু না কিছু নাস্তা থাকা চাই। খুব সহজে আর কম সময়ে বানিয়ে নিতে পারেন মোগলাই পরোটা। ছোট বড় সবার বিকালের ছোট ক্ষিদে মিটবে এই মজাদার মোগলাই পরোটায়।

Advertisement

আসুন দেখে নিন কীভাবে খুব সহজে ঘরে থাকা উপকরণে মোগলাই পরোটা বানাবেন-

আরও পড়ুন

গরমে স্বস্তি পেতে পান করুন তরমুজের জুস ঘরেই বানিয়ে নিন লেবাননের রঙ্গিলা ফাতেহ

উপকরণ১. ময়দা ১ কাপ২. ডিম ২টি৩. কাঁচামরিচ কুচি ২টি৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ৫. গোলমরিচ গুঁড়া সামান্য৬. পেঁয়াজ কুচি ১টি৭. লবণ স্বাদমতো৮. গরম মসলা গুঁড়া সামান্য৯. বিট লবণ ও চাট মসলা সামান্য১০. তেল পরিমাণমতো

Advertisement

পদ্ধতিপ্রথমে ময়দার সঙ্গে লবণ ও তেল মিশিয়ে মাখিয়ে নিন। একটু করে পানি দিয়ে নরম ডো তৈরি করে বাটিতে রাখুন। সামান্য তেল হাতে মাখিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দেন। এবার পাতলা প্লাস্টিক দিয়ে বাটি মুড়ে রাখুন আধা ঘণ্টা।

ডিমের মিশ্রণ তৈরি করে নিন। এজন্য বাটিতে পেঁয়াজ, ধনেপাতা ও কাঁচা মরিচ কুচির সঙ্গে লবণ, গরম মসলার গুঁড়া ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নিন।

ময়দার ডো দু’ভাগ করে নিন। প্রতিটি ভাগ পাতলা করে বেলে নিতে হবে। রুটির উপর ডিমের মিশ্রণের অর্ধেক অংশ দিয়ে দিন। এবার রুটি দুই দিক থেকে ভাঁজ করে নিন।

বাকি দুটি পাশও ভাঁজ করে সামান্য চেপে নিন। এবার চুলায় প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজুন ভেজে নিন মোগলাই পরোটা। মাঝারি আঁচে ভাজবেন যাতে পুড়ে না যায়।

Advertisement

কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে ভেতরের অংশ সিদ্ধ হবে না। এপিঠ-ওপিঠ উল্টে ভালো করে ভেজে নিন। নামিয়ে তেল ঝরিয়ে নিন।

পিস করে কেটে পরিবেশন করুন ঘরে তৈরি গরম গরম মোগলাই পরোটা। উপরে চাট মসলা ও বিট লবণ ছিটিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

কেএসকে/এমএস