জাতীয়

নিউমার্কেটে ভিড় কম, আগ্রহ নেই বৈশাখের কেনাকাটায়

নিউমার্কেটে ভিড় কম, আগ্রহ নেই বৈশাখের কেনাকাটায়

পহেলা বৈশাখে প্রতিবছরই বাড়ে কেনাকাটা। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। কিছুদিন আগে ঈদের কেনাকাটা শেষ হওয়ায় এবার পহেলা বৈশাখ উপলক্ষে ক্রেতাদের কেনাকাটায় আগ্রহ কম। তবে ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় ভিড় কিছুটা বেশি দেখা গেছে।

Advertisement

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে রাজধানীর নিউমার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, কিছুদিন আগে ঈদের কেনাকাটা শেষ হওয়ায় নতুন করে কেনাকাটায় তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। তবে যারা কিনতে আসছেন বেশির ভাগই প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। আর ক্রেতাদের কেউ কেউ বলছেন, পহেলা বৈশাখ উপলক্ষে আলাদা করে কিছু কিনছেন না তারা, প্রয়োজনীয় কাপড় কিনতেই এসেছেন তারা।

মার্কেট ঘুরে বেশ কিছু ক্রেতাকে সাধারণ কাপড়-চোপড় কিনতে দেখা গেছে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ ডিজাইনের কাপড়ের চাহিদা কম থাকায় এসব কাপড় দোকানে কম তুলেছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।

Advertisement

নিউমার্কেটে কেনাকাটা করতে আসা রুবানা ইয়াসমীন বলেন, পহেলা বৈশাখের জন্য স্পেশাল কিছু কেনাকাটা করবো না। কাপড় কেনা প্রয়োজন ছিল এজন্য এলাম। ঈদের আগে ভিড় থাকায় তেমন কেনাকাটা করা হয়নি। অফিস ছুটি। তাই আজ এলাম।

আরও পড়ুন

সব মাদরাসায় চৈত্র সংক্রান্তি-পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ কবে, কখন শুরু হয় পহেলা বৈশাখ পালন?

মিরপুর থেকে আসা মিতু বলেন, বেশ কয়েকটা দোকান ঘুরে একটা হলুদ ড্রেস কিনলাম। পহেলা বৈশাখের দিন পরা যাবে, আবার পরেও পরা যাবে। বৈশাখে স্পেশাল কিছু কিনিনি।

জসিমুদ্দীন নামের আরেক ক্রেতা বলেন, ঈদের আগে কিছু কেনাকাটা হয়েছে আরও কিছু কেনাকাটা বাকি ছিল। এজন্য স্ত্রী-সন্তান নিয়ে আজ সেরে ফেললাম। আজ ভিড় কম, ঘুরেফিরে শান্তিতে কেনাকাটা করা যাচ্ছে।

Advertisement

নিউমার্কেটের ব্যবসায়ী আখলাসুর রহমান বলেন, ঈদের পর বিক্রি সাধারণত কমই হয়। শুক্রবারের জন্য বিক্রি কিছুটা বেড়েছে। তবে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিক্রি বাড়েনি।

আরেক দোকানি মিরাজ বলেন, বিক্রি হচ্ছে তবে পহেলা বৈশাখের জন্য না। বৈশাখের আইটেম কম রাখছি কারণ কিছুদিন আগেই ঈদ গেলো। কিছুদিন বিক্রি কম হবে, পরে হয়তো বাড়বে।

এনএস/এমএইচআর/এমএস