দেশজুড়ে

বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

বিএনপির মতবিনিময় সভায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌর সদরের চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ সংঘর্ষ হয়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপির কার্যক্রমে গতিশীলতা আনতে এবং দলকে সংগঠিত করতে মতবিনিময় সভা চলছিল। মতবিনিময় সভার শেষ সময়ে জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল গ্রুপের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষসহ গুলি বর্ষণের ঘটনা ঘটে। এসময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।

এ বিষয়ে আবু হেনা মোস্তফা কামাল অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার সমর্থকদের ওপর হমালা চালানো হয়েছে। অপরদিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ দাবি করেন, নিজের আধিপত্য বিস্তারের জন্য এ হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, বিএনপির মতবিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে ও পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

Advertisement

রেজাউল করিম রেজা/এমএন/জেআইএম