জাতীয়

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর শ্যামপুরে ধোলাইপাড় যুক্তিবাদী গলি এলাকার একটি বাসায় রোজিনা বেগম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাগিনা বিধান বলেন, আমার খালু মোফাজ্জল হোসেনের সঙ্গে চার মাস আগে খালার ডিভোর্স হয়ে যায়। সে আমার খালাকে নানা প্রলোভনে অত্যাচার করত। খালা এসব সহ্য করতে না পেরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Advertisement

এমআরএম/এএসএম