মমতার ভান্ডারবিলকিস নাহার মিতু
Advertisement
সবচেয়ে দামি মায়েরহাসিভরা মুখ,তার যত্নে মিশে আছে ধরার যত সুখ।
আদর করে ডাকেন মাহিরা-মানিক-রতন,মমতায় বুকে টেনেকরেন খুব যতন।
ঘুম না এলে হাত বুলিয়ে দেবেন সারারাত, মাকে নিয়ে বিশ্বটাকেকরবো বাজিমাত।
Advertisement
ছড়াকার: শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা।
****
মামো. সাগর মিয়া
গভীর স্নেহ প্রেম মমতায়আগলে তুমি রাখো!ঝগড়া শাসন ভালোবাসায়উদ্দীপনার সাঁকো।
Advertisement
অন্তরজুড়ে থাকবে তুমিমোর আয়ুষ্কাল অব্দ!শীতল ভোরে দৈন্য দিনে উচ্চারিত শব্দ।
চৈত্রের রোদে উঠোন ডোবাখুঁজতে আমায় কত!বেখেয়ালি ছিলাম আমিজ্বালিয়েছি শত।
ঝাপসা চোখে স্নেহের রোদেস্বস্তি দিলে যত!খেয়াল রাখার তেমন সাধ্যআছে তোমার মতো?
ছড়াকার: শিক্ষার্থী, চন্দনবাইশা ডিগ্রি কলেজ, সারিয়াকান্দি, বগুড়া।
****
মা নামক বিস্ময়কর প্রাণীআজহার মাহমুদ
শাড়ির আঁচল দিয়ে ঘুমন্ত সন্তানের শীত নিবারণেরচেষ্টা করছেন, নিজেও কাঁপছেন শীতে। মা নামক বিস্ময়কর প্রাণী তিনি, শত ঝড়-ঝাপটা এলেও তাকে পারে না কেউ হারাতে।
মায়েরা এমনই, সারাজীবন ব্যস্ত থাকেননিজে না খেয়ে সন্তানদের খাওয়াতে।পৃথিবীতে শত ডাক্তারের চিকিৎসা নিলেওসন্তানের অসুখ মা ছাড়া পারে না কেউ সারাতে।
কবি: কলামিস্ট ও লেখক।
****
স্বর্গীয় জোড়া পামিজান মনির
জান্নাত পরে, আগে ভালোবাসি মাকেআঁতুড় ঘরে এসেছি যেদিন; সেদিন তাকে-বলতে পারিনি মুখ ফুটে অমৃত কথা;দিয়েছি কত ব্যথা—নাড়ির প্রেম, চুমোমাখা আদর বারবার ডাকেশৈল্পিক প্রেরণা বয়ে যায় বাঁকে বাঁকেঅকৃত্রিম ছায়া স্বর্গীয় পা’য়এমন শান্তি নেই কোথাও যেখানে সব শোক ধায়।
কবি: মুরাদপুর, চট্টগ্রাম।
এসইউ/জেআইএম