দেশজুড়ে

লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিরহাটে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

লালমনিহাটের পাটগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরবাড়িসহ পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে পাটগ্রাম পৌর শহরের কলেজ মোড় এলাকায় ঝড়ের তাণ্ডবে দোকানপাট ঘরবাড়ি ভেঙে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোরে ঝড়ের কবলে পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা-পাকা বাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের কবলে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

পাটগ্রাম পৌর এলাকার কলেজ মোড়ের আকাব্বর আলী বলেন, সকালে হঠাৎ ঝড়ে আমার ঘর উল্টে যায়। কোনোমতে পরিবারের লোকজন নিয়ে জানে বেঁচে গেছি। আমি একজন দিনমজুর ঘরবাড়ি ভেঙে যায় হতাশায় পড়ছি।

Advertisement

পাটগ্রাম কলেজ মোড় এলাকার সাদ্দাম, রাসেল, রবিউল বলেন, ঝড়ের কবলে আমাদের প্রায় ১২ থেকে ১৩টি দোকানের টিন ও বেড়া উড়ে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।

পাটগ্রাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো প্রদর্শন করেছি। ইউনিয়ন চেয়ারম্যানদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা নেওয়া হচ্ছে।

পাটগ্রাম উপজেলা কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ চেয়ে প্রশাসকের কাছে আবেদন করা হবে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সাইকুল আরিফিন বলেন, কালবৈশাখী ঝড়ে ভুট্টা খেতে ক্ষতি হয়েছে। কি পরিমাণে ক্ষতি হয়েছে তা উপজেলা কৃষি কর্মকর্তা নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মো. রবিউল হাসান/আরএইচ/জিকেএস