দেশজুড়ে

সিরাজগঞ্জে যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, মালিককে খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জে যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, মালিককে খুঁজছে পুলিশ

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর অংশে হঠাৎ একটি বেওয়ারিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে। তবে এটির কোনো প্রকৃত মালিক না থাকায় স্থানীয়দের ধারণা, এটি চুরি করে আনা হয়েছে। যমুনা নদীর এনায়েতপুর স্পার বাঁধের প্রায় ৫০০ গজ দক্ষিণ তীরে জাহাজটি রয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানান, নৌযানটির গায়ে ‘এম.টি আনোয়ারা নাসির-২’ লেখা রয়েছে। এটি তিনতলা বিশিষ্ট একটি পুরোনো টাগবোট। যা তাদের ভাষায় ‘পন্টুন জাহাজ’ নামে পরিচিত। তাদের ভাষ্যমতে, বৈধ কোনো অনুমতি ছাড়াই জাহাজটি আনা হয়েছে।

নাম প্রকাশ না শর্তে স্থানীয় এক যুবক জানান, গত ২ মে প্রথম তিনি জাহাজটি দেখেন। এর দুয়েকদিন পর ১০-১৫ জন মিস্ত্রি লোহা কাটার যন্ত্র নিয়ে এসে টাগবোটটির ওপরের অংশ কেটে দুটি নৌকায় ভর্তি করে নিয়ে যান। পরবর্তী সময়ে আরও একদিন এলেও তারা পুলিশ দেখে চলে পালিয়ে যান। তার মতে, অবৈধভাবে ধাতব অংশ বা ইঞ্জিন বিক্রির উদ্দেশ্যেই জাহাজটি এখানে আনা হয়েছে। তিনি এ ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি স্থানীয়রা প্রথমে থানায় জানিয়েছিলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে লোহার যন্ত্রাংশ চুরি করতে আসা কয়েকজন পালিয়ে যায়। পরে বিষয়টি নৌ পুলিশের আওতাভুক্ত হওয়ায় তাদের জানানো হয়।

Advertisement

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জাগো নিউজকে জানান, ওই পুরোনো টাগবোট নামক জাহাজটি কোথায় থেকে কে বা কারা এনেছে, সেটা তাদের জানা নেই। তারা প্রকৃত মালিককে খুঁজছেন। অবশ্য ভূঞাপুরের আলী আজগর নামের একজন মালিকানা দাবি করলেও, বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলে জানান ইনচার্জ আরিফুল।

এম এ মালেক/এসএএইচ