ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটে ২০২৪-২৫ বর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১১ মে) রাত পৌনে ৯টায় এই ফলাফল প্রকাশ করা হয়।
Advertisement
ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী জানান, এবার ডি ইউনিটে ২ হাজার ২৪ জন অংশগ্রহণকারী ভর্তিচ্ছুর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ হাজার ২৮৭ জন। মোট পরীক্ষার্থীর ৭০ দশমিক ৪০ শতাংশ। এতে ৩২০টি আসনের বিপরীতে ৯৬০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষকবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো হেল্প ডেস্কের মাধ্যমে যেভাবে পরিক্ষার্থীদের সেবা দিয়েছে, আমাদের দ্বারা হয়তো সেটা সম্ভব হতো না। বিশেষ করে,অবিভাবকদের সেবা দিয়েছে তারা ও যাম্পাসের বাইরে নিজেদের প্রচারণা চালিয়েছে। তিনি সব ছাত্র সংগঠন, নিরাপত্তা কমিটি, রোভার স্কাউট ও বিএনসিসির প্রতি কৃতজ্ঞতা জানান।
Advertisement
ইরফান উল্লাহ/এসএএইচ