রাজনীতি

ঐক্যের সময়ে বিভেদ চাই না: এনসিপি নেতা মাসউদ

ঐক্যের সময়ে বিভেদ চাই না: এনসিপি নেতা মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দয়া করে আওয়ামী বাইনারিগুলো প্রচার করে বিভেদে জড়াবেন না। ঐক্যের সময়ে বিভেদ চাই না। ফ্যাসিস্টবিরোধী ঐক্য যে কোনো মূল্যে আমাদের আরও দৃঢ় করতে হবে।

Advertisement

রোববার (১১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুকে হান্নান মাসউদ লিখেছেন, সামনে বহু লড়াই বাকি। এসি রুমে বসে যদি ফিল করতে না পারেন, তাহলে বের হয়ে শহরের বস্তিগুলোতে এসে ঘুরে যান। নদীভাঙনে ঘরবাড়িহারা মানুষগুলোকে দেখতে আসুন, ফুটপাতে শুয়ে থাকা সর্বস্বহীন মানুষগুলোর গল্প শুনুন।

তিনি আরও লেখেন, এই বিপ্লব কারো একার না, নিম্নবিত্ত-মধ্যবিত্ত-উচ্চবিত্ত সকল শ্রেণি-পেশার, যেখানে রাজনৈতিক কোনো বাইনারি ন্যূনতম ফারাক তৈরি করতে পারেনি।

Advertisement

এনএস/এসএএইচ