অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে খাদ্য সংকটের কোনো শঙ্কা নেই। পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। সরকার ইতোমধ্যে ধান, চাল ও গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছে। এ বছর ধানের মূল্য ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গমের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়।
Advertisement
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জের হাওরে ধান কাটা উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো সিন্ডিকেট যদি ধান বিক্রিতে বাধা সৃষ্টি করে বা কৃষকদের ক্ষতিগ্রস্ত করে তাহলে জানাতে হবে। সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এবার যেন কোনো মধ্য স্বত্বভোগী উপকৃত না হয়। সেজন্য সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে।
জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সুনামগঞ্জের ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোর ধানের চাষাবাদ হয়েছে। যেখান থেকে ধান উৎপাদন হয়েছে দুই লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর। আর এখান থেকে চাল উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার ৪১৩ মেট্রিক টন।
Advertisement
লিপসন আহমেদ/আরএইচ/জিকেএস