আন্তর্জাতিক

ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় ২০০

ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে প্রায় ২০০

ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো দোমিঙ্গোতে নাইট ক্লাবের ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০০ জনের কাছাকাছি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৮ এপ্রিল) সান্তো দোমিঙ্গোর ‘জেট সেট’ নামের নাইট ক্লাবটির ছাদ ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮৪ জন নিহতের পাশাপাশি অনেকে নিখোঁজ রয়েছেন।

ঘটনার সময় কয়েক শ মানুষ নাইট ক্লাবের ভেতরে ছিলেন। তবে ঠিক কতজন ছিলেন, তার প্রকৃত হিসার জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপের আশেপাশে ভিড় করছেন স্বজনরা। নিখোঁজদের ছবি নিয়ে অপেক্ষা করছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাইট ক্লাবটির মঞ্চে গান গাইছিলেন ডমিনিকান রিপাবলিকের জনপ্রিয় সংগীত শিল্পী রুবি পেরেজ। তখন হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে যায় এবং ছাদ ধসে পড়ার বিকট শব্দ শোনা যায়।

Advertisement

এই অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদসহ অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সংগীত শিল্পী পেরেজও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংস্কৃতি মন্ত্রণালয় বৃহস্পতিবার তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করছে।

ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দেশটির মন্টে ক্রিস্টি মিউনিসিপ্যালটির গভর্নর নেলসি ক্রজও রয়েছেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

এদিকে দেশটির ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডিজ জানান, যতক্ষণ পর্যন্ত একজন মানুষকেও জীবিত উদ্ধারের সম্ভাবনা থাকবে, ততক্ষণ পর্যন্ত উদ্ধারকাজ চালানো হবে।

সূত্র: রয়টার্স

Advertisement

এসএএইচ