মবকে (জনগণের উচ্ছৃঙ্খল আচরণ) এখন পুলিশ ভয় পাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
Advertisement
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের মানসিকতা পরিবর্তন হয়েছে। অনেক চেঞ্জ হয়েছে। রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যে যাই বলুক না কেন, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।’
পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাই হচ্ছে—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা ছিনতাই করে নিচ্ছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলোর ক্ষেত্রে সত্যি ঘটনা যেটা, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা ব্যবস্থা নেবো।’
Advertisement
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়। কারণ তাদের অনেক সংকট রয়ে গেছে। অনেক গাড়ি নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে। থানা পুড়ে গেছে। এগুলোতো সব আমরা করে দিতে পারিনি। আমরা একটা নতুন গাড়ি পর্যন্ত কিনে দিতে পারিনি।’
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘অস্ত্র যতটা এক্সপেকটেশন (প্রত্যাশা) ছিল ততা কমপ্লিট (সম্পন্ন) হয় নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি। যেটা আমরা পারিনি সেটাতো আমরা বলবো না। অস্ত্র বাইরে থাকলে তো কিছুটা হুমকি থাকবেই।’
এর আগে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সেখান থেকে বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন তিনি। এসময় তাকে অভ্যর্থনা জানাতে থানায় লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এরপর তিনি সিলেটের পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
আহমেদ জামিল/এসআর/জিকেএস
Advertisement