রাজনীতি

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, বিকেলে র‌্যালি

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা, বিকেলে র‌্যালি

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজধানীতে র‌্যালি করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

Advertisement

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি শুরু হবে। এরপর র‌্যালি শান্তিনগর, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বেঁধে ও নানান ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

আরও পড়ুন বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর  ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে কোনো সমস্যাবোধ করছি না 

দলটির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

Advertisement

কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে র‌্যালি শেষ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

কেএইচ/কেএসআর/জিকেএস

Advertisement