রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। এরমধ্যে দুজন ছাত্র হত্যা মামলার আসামি। তিনজনই পাবনা ছাত্রলীগের নেতা।
Advertisement
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মিরপুরের শাহ আলী থানার সনি সিনেমা হল এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান জ্যামী ও সাবেক প্রচার সম্পাদক তৌশিকুর রহমান রাভা। তাজুল ইসলাম ও মেহেদী হাসান জ্যামী বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
Advertisement
তিনি বলেন, বুধবার সন্ধ্যার দিকে তাজুল ও মেহেদী হাসান জ্যামীসহ তিনজনকে দেখে ওই এলাকার ছাত্র-জনতা কোনোভাবে চিনতে পারে। পরে তাদের আটক করে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানা গেছে। কিছুটা আহত হওয়ায় তাদের পুলিশি জিম্মায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি আরও বলেন, আমরা দ্রুতই তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার তথ্য দিয়ে আসামিদের আমাদের কাছে হস্তান্তরের জন্য রিকুইজিশন পাঠাবো। এরপর তাদের পাবনায় আনা হবে।
আলমগীর হোসাইন নাবিল/জেডএইচ/এএসএম
Advertisement