সিভিল সার্জনদের সম্মেলন স্বাস্থ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের সূচনা করবে। এটি সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ইতিবাচক মাইলফলক হয়ে থাকবে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
Advertisement
সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, গত ৮ মাসে সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে বেশ কিছু উদ্যোগ হাতে নিয়েছে। এর মধ্যে জনবল বাড়ানো, অবকাঠামো উন্নয়ন, নতুন পদ সৃষ্টি ও ক্যারিয়ার প্ল্যানিং অন্যতম। আমরা বিশ্বাস করি, এগুলো বাস্তবায়িত হলে একটা ন্যূনতম কাঙ্ক্ষিত কর্ম-পরিবেশ সৃষ্টি হবে। যার ফলে সেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে।
আরও পড়ুন
Advertisement
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই আমরা চেয়েছি স্বাস্থ্য খাতের স্টিয়ারিংটা সরকারের হাতে আসুক। যাতে কর্মপরিকল্পনায় গণ-মানুষের অধিকার প্রতিফলিত হয়, কাজে ওভারল্যাপিং বন্ধ হয়, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, সে কারণে আমরা দীর্ঘ ২৫ বছর যাবৎ প্রচলিত খাত বৃদ্ধি কর্মসূচির পরিবর্তে প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি হাতে নিয়েছি। এতে কাজের ফোকাস সুনির্দিষ্ট হবে, স্থানীয় চাহিদা ও বাস্তবতার আলোকে সম্পদের যৌক্তিক ব্যবহার নিশ্চিত হবে।
এমইউ/এএমএ/জেআইএম
Advertisement