জাতীয়

স্বাস্থ্যব্যয় মেটাতে বছরে ৪০ থেকে ৫০ লাখ মানুষ দরিদ্র হয়

স্বাস্থ্যব্যয় মেটাতে বছরে ৪০ থেকে ৫০ লাখ মানুষ দরিদ্র হয়

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, শুধু স্বাস্থ্যব্যয় মেটাতে গিয়ে বছরে প্রায় ৪০ থেকে ৫০ লাখ মানুষ দরিদ্র হয়। এর ফলে চিকিৎসা আরও স্পষ্ট করে বললে ওষুধের কারণে আমাদের অনেক সামাজিক ও অর্থনৈতিক খাতের অর্জন অর্থহীন হয়ে পড়ে।

Advertisement

সোমবার (১২ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

আরও পড়ুন:

সিভিল সার্জনরা চাইলে সেবার মান ২৫ শতাংশ উন্নতি সম্ভবস্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহির প্রকট অভাব: উপদেষ্টা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, মানুষ মোট স্বাস্থ্যে ব্যয়ের ৭০ শতাংশ তার নিজের পকেট থেকে খরচ করে। আবার সেই খরচের দুই-তৃতীয়াংশ ওষুধের পেছনে খরচ করে।

Advertisement

এ কারণে ন্যায়সঙ্গত মুনাফার সুযোগ রেখে মান নিশ্চিত করার পাশাপাশি সরকার কর্তৃক যৌক্তিকভাবে ওষুধের মূল্য নির্ধারণ করা হলে তা দেশের আপামর জনসাধারণের জন্য কল্যাণকর হবে, বলেন তিনি।

এমইউ/এসএনআর/জেআইএম