বিতর্কিত ওয়াকফ বিলের প্রতিবাদে ফের উত্তাল হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদ জেলায় পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
Advertisement
জানা গেছে, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে বিতর্কিত ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে মিছিল বেড় হয়। সেই মিছিল মুর্শিদাবাদ জেলার পুলিশ ব্যারিকেট দিয়ে আটকানোর চেষ্টা করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সঙ্গে চলে সংগঠনের নেতাদের বাগবিতণ্ডা। এ সময় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
এক পর্যায়ে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়তে থাকে। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা বেশ কিছু পণ্যবাহী গাড়িও ভাঙচুর করে আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের থামাতে পাল্টা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
Advertisement
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বুধবার (৯ এপ্রিল) দুপুরে এই আইনবিরোধী বিক্ষোভ থেকে আবারও সহিংসতার খবর এসেছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, জঙ্গিপুর শহরসহ রঘুনাথগঞ্জ ও সুতি থানা এলাকায় পুলিশ বাহিনী ব্যাপক টহল দিচ্ছে।
এদিকে, উসকানিকে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বুধবার এক সভায় তিনি বলেছেন, আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে।
Advertisement
আমি বলছি, দিদি আছে। দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উসকানিতে পা দেবেন না।
ডিডি/এমএসএম