ভাবছেন নিশ্চয়ই আপনার সঙ্গে মজা করছি। স্মার্টফোন হাতে নিলে সুগন্ধ পাবেন কীভাবে? ভাবছেন কোনো সুগন্ধির ব্র্যান্ডের স্মার্টফোনের আদলে কোনো প্যাকেজিংয়ের কথা বলছি। না, নতুন একটি স্মার্টফোনের কথা বলছি।
Advertisement
জনপ্রিয় স্মার্টফোন সংস্থা নতুন একটি ফোন আনলো বাজারে। ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোন। এই ফোনটিতে দেওয়া হয়েছে এই বিশেষ ফিচার। এই ফোনে থাকবে স্পেশ্যাল সেন্ট-টেক ফিচার।
ইনফিনিক্স সংস্থার নতুন ফোনের ব্যাক প্যানেল থেকে ব্যবহারকারীরা একটি সুগন্ধ পাবেন। এই সুগন্ধ কতটা গাঢ় হবে, কতক্ষণ স্থায়ী হবে, তা নির্ভর করবে ফোনের ব্যবহারের ধরন এবং আবহাওয়ার উপর, অর্থাৎ কোন আবহাওয়ায় ফোন ব্যবহার করা হচ্ছে তার উপর।
ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটি মেরিন ড্রিফট ব্লু, রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে। মেরিন ড্রিফট ব্লু রঙের মডেলে থাকবে ভেগান লেদার ফিনিশ। আর রুবি রেড এবং টাইটেনিয়াম গ্রে-এই দুই মডেলে থাকবে মেটালিক ফিনিশ।
Advertisement
ইনফিনিক্স সংস্থা জানিয়েছে, তাদের নোট ৫০এক্স ৫জি প্লাস মডেলের মেরিন ড্রিফট ব্লু রঙের ভ্যারিয়েন্টে থাকতে চলেছে বিশেষ সেন্ট-টেক ফিচার। এই ফিচারে অত্যাধুনিক মাইক্রোএনক্যাপসুলেশন প্রযুক্তি ব্যবহার করে ফোনের ব্যাক প্যানেলে থাকা ভেগান লেদার ফিনিশে সুগন্ধ যুক্ত করা হয়। এই সুগন্ধের রয়েছে অনেকগুলো স্তর। সেগুলোর মধ্যে ইউজাররা পাবেন মেরিন অ্যান্ড লেমন, লিলি অব দ্য ভ্যালি, অ্যাম্বার এবং ভেটিভারের বেস নোটস-এইসবের সুগন্ধ।
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনের মতো ডিজাইন এবং রেয়ার ক্যামেরা আইল্যান্ড থাকতে চলেছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি প্লাস ফোনে। মার্চ মাসের শেষ সপ্তাহে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোন।
ইনফিনিক্স নোট ৫০এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ আল্টিমেট চিপসেট, ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১১ হাজার ৪৯৯ রুপি। তবে নতুন ইনফিনিক্স নোট ৫০এস ৫জি প্লাস ফোনটির দাম কত তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে শিগগির ফোনটি আসবে বাজারে।
Advertisement
আরও পড়ুন
ফোনে ইন্টারনেট স্পিড বাড়াবেন যেভাবে যেখানে সেখানে কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক হোনসূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে/এমএস