জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন করার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।
Advertisement
নতুন সময়সূচি অনুযায়ী- আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় আবেদন শুরু হয়েছিল গত ২১ জানুয়ারি বিকেল ৪টা থেকে এবং শেষ সময় ছিল ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। পরে তা বাড়িয়ে ২০ মার্চ পর্যন্ত করা হয়। এবার দ্বিতীয়বারের মতো সময় বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হলো।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে অনলাইন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ৭০০ টাকা নির্ধারিত কলেজে সরাসরি অথবা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন ফরম পূরণের আগে অবশ্যই ভর্তির নির্দেশিকা পড়ে নিতে হবে এবং তাতে বর্ণিত সব শর্ত মেনে আবেদন সম্পন্ন করতে হবে। এ নির্দেশিকা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ‘অনার্স অ্যাডমিশন গাইডলাইন’ লিঙ্কে।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রে ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকবে, যার উত্তর দিতে সময় থাকবে ১ ঘণ্টা।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসি পরীক্ষার জিপিএর ৬০ শতাংশ যোগ করে সর্বমোট ২০০ নম্বরের মধ্যে মেধাতালিকা তৈরি করা হবে। পরবর্তীসময়ে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করে বিষয় বরাদ্দ দেওয়া হবে।
এএএইচ/এমকেআর/এমএস
Advertisement