ঝিনাইদহের মহেশপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জন প্রাণ হারিয়েছেন। সর্বশেষ যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্যরাতে মারা যান সামাউল ইসলাম (১৯)। তিনি মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ-জীবননগর সড়কের মহেশপুরের ফতেপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন চার জন।
মহেশপুরে ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম মন্টু জানান, মঙ্গলবার মধ্যরাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামাউল মারা গেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে ঘটনাস্থলেই নিহত দুজন হলেন, বিধান কুমার রায় (১৭) ও রাজারাম বাবু। নিহত বিধান কুমার রায় কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মুংলা রায় ও রাজারাম বাবু একই গ্রামের বাদল রায়ের ছেলে।
Advertisement
আহত অন্যরা হলেন, কৃষ্ণচন্দ্রপুর গ্রামের আলী হোসেনের ছেলে সাজু (২৩), কুলবাগান গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হোসাইন (১৯) ও একই গ্রামের আব্দুল আলীমের ছেলে সিয়াম (১৮)।
ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মো. গোলাম হায়দার জাগো নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত তিন জন নিহত হয়েছেন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। দাফন-কাফনের যাবতীয় ব্যবস্থা করা হচ্ছে।
শাহজাহান নবীন/এমএন/এএসএম
Advertisement