মাদারীপুরে সহকারী শিক্ষকদের পদায়নে ঘুস বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Advertisement
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মাদারীপুর শহরের শকুনি লেকেরপাড়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই অভিযান চালানো হয়।
অভিযোগ রয়েছে, সম্প্রতি মাদারীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ হয়। এরপর ওই শিক্ষকদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়। পদায়ন করতে শিক্ষকদের কাছে থেকে ঘুস নেওয়া হয়।
এছাড়া শিক্ষার্থীদের জন্য নির্মিত উপআনুষ্ঠানিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ও শিক্ষা সামগ্রী ক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগ উঠে। দুদকের প্রধান কার্যালয়ে এসব অভিযোগের পর সেখানে অভিযানে যায় মাদারীপুর দুদকের ৭ সদস্যের একটি টিম। যাচাই করা হয় কাগজপত্র। এসময় দুদক কর্মকর্তারা প্রশ্ন করলে উত্তেজিত হয়ে উঠেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুর রহমান।
Advertisement
দুর্নীতি দমন কমিশন মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, তদন্ত শেষে রিপোর্ট দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/এএসএম