পাবনার আতাইকুলায় ফাঁকা মাঠে জমির পাশের পথ থেকে জাহিদুল মোল্লা (৫০) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তিনি জেলার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে ও পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
Advertisement
বুধবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া মাঠে এ মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে পুলিশে খবর দেওয়া হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৯ এপ্রিল) সকালে কৃষক ও পথচারীরা ফাঁকা মাঠে জনাবের বটতলা নামক স্থানের পাশে জমি সংলগ্ন পথে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নিহতের ভাই আসাদ মোল্লা ও চাচা রফিকুল ইসলাম এসে পরিচয় পরিচয় শনাক্ত করেন।
Advertisement
স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। রাতের কোনো একটি সময় হয়তো কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উপুড় হয়ে পড়ে আছে। ঘাড়ে ও মুখে কয়েকটি কোপের দাগ দেখা যাচ্ছে। পরনে লুঙ্গী, বৃদ্ধ লোক।
এ বিষয়ে আতাইকুলা থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম বলেন, মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি। নিহতের স্বজনরা এসেছেন।
আলমগীর হোসাইন নাবিল/এমএন/এএসএম
Advertisement