জাতীয়

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু

চট্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের কাঁচির আঘাতে বাবার মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মানসিক ভারসাম্যহীন ছেলের উপর্যুপরি কাঁচির আঘাতে আজিজুল হক (৬৬) নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন।

Advertisement

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজিজুল হক বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী গোলাম রসুল মাস্টারের বাড়ির মৃত জহির আহমেদের ছেলে।

জানা গেছে, গত ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে আজিজুল হককে তার মানসিক ভারসাম্যহীন ছেলে সাজ্জাদ হোসেন আসিফ (২২) কাঁচি দিয়ে আঘাত করে আহত করেন। এরপর তাকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান। চমেক হাসপাতালে চারদিন চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার মনিরুল ইসলাম মঙ্গলবার জাগো নিউজকে জানান, হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিহতের ভাগিনা মো. ওসমান বলেন, ৩ এপ্রিল ঘরে মামা আজিজুল হক একা ছিলেন। সাজ্জাদসহ মামিরা আমাদের পটিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। এর মধ্যে সাজ্জাদ ঘটনার দিন আগেভাগে বাড়ি ফিরে যায়। এ সময় মামা ভাত রান্না করছিলেন। তার হাতে সিগারেট জ্বলতে দেখে সাজ্জাদ ক্ষিপ্ত হয়ে কাঁচি দিয়ে উপর্যুপরি আঘাত করে আহত করে। সাজ্জাদ দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ। চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তাকে ওষুধ খাওয়ানো মুশকিল। সে অনেককেই এর আগে মারধর করেছে। ঈদের পর তাকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার জন্য সবাই মিলে টাকা সংগ্রহ করেছিলাম।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় নিহতের ছেলেকে আটক করা হয়েছে। তথ্য উপাত্ত যাচাই করে দেখা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

Advertisement