চট্টগ্রামে গণহত্যাসহ মানবতবিরোধী অপরাধের মামলায় যুবলীগ কর্মী মো. ফিরোজকে গণহত্যার অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক এমপি ফজলে করিমকে এক দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
Advertisement
একই সঙ্গে আসামি ফজলে করিমের পক্ষে জামিন আবেদন শুনানির জন্য পরবর্তী দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্যে আগামী ৭ জুলাই দিন ঠিক করা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে মঙ্গলবার (৮ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদসহ অন্য প্রসিকিউটররাও উপস্থিত ছিলেন।
Advertisement
গত ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাবেক মেয়র আজম নাসির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার দুই আসামি ফজলে করিম চৌধুরী ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আসামি ফিরোজকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন।
এছাড়া চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমের সম্পৃক্ততা পাওয়া গেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
অন্যদিকে, ফজলে করিমের জামিন চেয়ে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন আবেদন করলে, আগামী ১৭ এপ্রিল সে জামিন আবেদন শুনানির জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
আদেশের পর আইনজীবীরা জানান, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ রাউজান আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে একদিন জিজ্ঞেসাবাদ করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৬ এপ্রিল জিজ্ঞাসাবাদের দিন ধার্য করা হয়েছে। অন্যদিকে, অসুস্থ উল্লেখ করে আসামিপক্ষের আইনজীবী ফজলে করিমের জামিন আবেদন করেন। সেই জামিন আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ এপ্রিল। অন্যদিকে, চট্টগ্রামের এই মামলায় যুবলীগ কর্মী মো. ফিরোজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
Advertisement
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ৯ জন শহীদ এবং ৪৫৯ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এ মামলায় আরও অনেকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে। সবাইকে চিহ্নিত করার তৎপরতা চলমান। সে কারণে আদালত আরও তিন মাসের সময় দিয়েছেন। আগামী ৭ জুলাই এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এফএইচ/এসএনআর/এএসএম