জাতীয়

পারিবারিক ঝগড়ার ২ বছর পর খুন, একদিনে আসামি গ্রেফতার

পারিবারিক ঝগড়ার ২ বছর পর খুন, একদিনে আসামি গ্রেফতার

দুই বছর আগে পারিবারিক ঝগড়ার জেরে রোববার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ছুরিকাঘাতে খুন হন আয়েশা খান মনি। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. মাসুদ হাওলাদারকে (৪৬) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর আনুমানিক ৬টায় শরীয়তপুর জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মতিঝিল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, মামলার বাদী ও ভিকটিমের স্বামী মো. নাসির উদ্দিন মামুন ঢাকা ব্যাংক, মতিঝিল শাখায় চাকরি করেন এবং চাকরির পাশাপাশি অফিস শেষে অবসর সময়ে ফাস্ট ফুডের দোকান পরিচালনা করেন। পৈত্রিক বাড়িতে স্থান সংকুলান না হওয়ায় তিনি পার্শ্ববর্তী দক্ষিণ কমলাপুরের একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। আনুমানিক দুই বছর আগে পারিবারিক ছোটখাট বিষয় নিয়ে আসামি মাসুদের স্ত্রীর সঙ্গে ভিকটিম মনিরের ঝগড়া হয়।

এরই সূত্র ধরে গত রোববার (৬ এপ্রিল) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আসামি মাসুদ দক্ষিণ কমলাপুরের কবরস্থান গলির মধ্যে বাদীর ভাড়া দোকানের সামনে ভিকটিম মনিকে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে ঢাকা মেডিকেল নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্বামী মো. নাসির উদ্দিন মামুন বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন।

Advertisement

গ্রেফতার মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এমআরএম/এএসএম