প্রবাস

পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

পাইকারি বাজারে অভিযান, বাংলাদেশিসহ গ্রেফতার ৬ প্রবাসী

কুয়ালালামপুরের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে পাঁচ বাংলাদেশি ও এক মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। পাইকারি বাজারের গলিতে অবৈধভাবে অভিবাসী হকারদের কার্যকলাপ বন্ধে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

Advertisement

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) এর সহযোগিতায় অভিযান চালানো হয়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ বলেছেন, তার বিভাগ পাইকারি বাজারে ৫০ জন ব্যক্তিকে তল্লাশি করার পর ২১ থেকে ৫০ বছর বয়সী ছয়জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে।

তার মতে, গ্রেফতাররা সবাই পুরুষ, যার মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। গ্রেফতারদের অপরাধের মধ্যে ছিল অতিরিক্ত সময় অবস্থান এবং পরিচয়পত্র বা পাসপোর্ট না থাকা। এছাড়াও, ডিবিকেএল তাদের হকারিতে ব্যবহৃত দুটি লরিসহ বিদেশি ব্যবসায়িক পণ্যও জব্দ করেছে।

Advertisement

ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, যখন অভিযান চালানো হয়, তখন কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করে। তবে, তারা পালাতে ব্যর্থ হয়েছে কারণ দোকানের পেছনের গলিটি ঘিরে রাখা হয়েছিল। পাইকারি বাজার এলাকাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পরই এই অভিযান চালানো হয় বলে জানা তিনি।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে তাদের জেআইএম কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

এমআরএম/এএসএম

Advertisement