শিক্ষা

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ৩ দিনের আলটিমেটাম

লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ৩ দিনের আলটিমেটাম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) তিনদিনের আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন তারা।

Advertisement

বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে পিএসসির চেয়ারম্যানসহ কমিশনের সদস্যদের পদত্যাগ দাবিতে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে পিএসসির সামনে বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। আন্দোলনকারীদের পক্ষে ডা. ইমতিয়াজ আহমেদ এ ঘোষণা দেন। এরপর তারা পিএসসি ছেড়ে চলে যান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

Advertisement

আরও পড়ুন

পিএসসির ফটক ভেঙে ভেতরে আন্দোলনকারীরা, পরে বৈঠকে দু’পক্ষ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে: পিএসসি চেয়ারম্যান ৪৬তম বিসিএসে শ্রুতিলেখকের জন্য আবেদন আহ্বান

দুপুরের দিকে চাকরিপ্রার্থীরা যখন বাইরে বিক্ষোভ করছিলেন, তখন ভেতরে সাংবাদিকদের ব্রিফ করেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেন।

তার সেই মন্তব্য গণমাধ্যমে দেখার পর প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের ব্যারিকেড পার হয়ে পিএসসির ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিপ্রার্থীরা। পরে পিএসসি কর্মকর্তারা তাদের সঙ্গে বৈঠক বসতে চান বলে জানান। তবে আড়াই ঘণ্টার বৈঠকেও কোনো সমাধান আসেনি।

আন্দোলনরত চাকরিপ্রার্থীরা বলেন, সেনাবাহিনীর সদস্যদের কাছে পিএসসি তিনদিন সময় চেয়েছে। আমরা সেনাবাহিনীর ওপর আস্থা রাখতে চাই। সেনাবাহিনীর ওপর আস্থা রেখে আমাদের আজকের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করছি। তবে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পিএসসির সামনে অবস্থান করবো।

Advertisement

এএএইচ/ইএ/এমএস