গুলশান, বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ডিএনসিসি। এমনটি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।
Advertisement
মঙ্গলবার (১৩ মে) বনানী লেকের পাড়ে কড়াইল বস্তি সংলগ্ন ডিএনসিসি কর্তৃক নির্মিত সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যেতে লেকের পাড়ের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা রাজউকের সম্পত্তি। তারা এখানে একটা ড্রেনেজ নির্মাণ করতে ডিএনসিসিকে অনুরোধ করেছে। ডিএনসিসি দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ নির্মাণ করা হবে।
আরও পড়ুন গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষার নির্দেশ বাড়ির ছাদে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, কেয়ারটেকার আহতডিএনসিসির প্রধান নির্বাহী জানান, এরইমধ্যে ইউনিসেফের সহায়তায় ডিএনসিসি তিনটি সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করেছে। এই মাসের মধ্যে এগুলো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ছাড়া ন্যাচার বেজড এই প্রযুক্তি সঠিকভাবে কাজ করলে ডিএনসিসির বিভিন্ন এলাকায় এরকম আরও প্ল্যান্ট স্থাপন করা হবে।
Advertisement
তিনি শহরের বাড়িওয়ালাদের প্রতি অনুরোধ করেন, তারা যেন তাদের বাড়ির পয়ঃবর্জ্য নিষ্কাশনের সংযোগ সরাসরি সিটি কর্পোরেশনের স্টোম ড্রেনেজে না দেয়। যেসব জায়াগয়ে ঢাকা ওয়াসার পয়ঃবর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক নেই তারা যেন বাড়িতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলম, ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং গুলশান-বনানী সোসাইটির প্রতিনিধিরা।
এমএমএ/এএমএ/জিকেএস
Advertisement