দেশজুড়ে

আ’লীগ কার্যালয় থেকে সাইনবোর্ড সরালেন ‘চর উন্নয়ন কমিটির’ নেতারা

আ’লীগ কার্যালয় থেকে সাইনবোর্ড সরালেন ‘চর উন্নয়ন কমিটির’ নেতারা

কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন চর উন্নয়ন ক‌মি‌টির নেতারা। সমালোচনার মুখে এক‌দিন পরই রাতের আধারে সাইনবোর্ডটি না‌মি‌য়ে ফেলেন তারা।

Advertisement

এর আগে রোববার (১১ মে) বিকেলে ‘চর উন্নয়ন কমিটি’ নামে এক‌টি সংগঠ‌ন সাইনবোর্ড টানায়। সাইনবোর্ড‌টি টানানো পর জেলা জুড়ে সমালোচনা শুরু হ‌য়। পরে সোমবার (১২ মে) রাতে সাইনবোর্ড‌টি স‌রিয়ে‌ ফেলেন সংগঠন‌টির নেতারা।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিনে উপজেলা আওয়ামী লীগের ওই কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে‌ছিল কার্যালয়‌টি।

আওয়ামী লীগ সরকার পতনের পর কু‌ড়িগ্রামে চরের মানুষের জীবনমান উন্নয়নে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে ‘চর উন্নয়ন কমিটি’ গঠন করা হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবুকে ওই ক‌মি‌টির আহ্বায়ক এবং সদস্য আশরাফুল হক রুবেলকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

Advertisement

‘চর উন্নয়ন কমিটির’ আহ্বায়ক সোলায়মান আলী সরকার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আর যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়া কমিটির বেশিরভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

বিএন‌পি নেতা সোলায়মান আলী সরকার বলেন, মঙ্গলবার রাতে আমরা সাইনবোর্ড সরিয়ে ফেলেছি। বিষয়টি নিয়ে সমালোচনা ও বিতর্ক হচ্ছিল। বিতর্ক এড়াতে সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে। অনুমোদন ছাড়া সাইনবোর্ড লাগানো উচিৎ হয়নি।

রোকনুজ্জমান মানু/জেডএইচ/জিকেএস

Advertisement