আন্তর্জাতিক

ভারতে মুসলিম দেশের পতাকা ওড়ানোয় বিদ্যুৎকর্মী বরখাস্ত, গ্রেফতার ৮

ভারতের উত্তর প্রদেশে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় একজন চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মীকে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত আটজনকে। রোববার (৬ এপ্রিল) বার্তা সংস্থা পিটিআই’কে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Advertisement

হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সাকিব খান নামে এক বিদ্যুৎকর্মী ঈদুল ফিতরের নামাজ শেষে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন এবং সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তিনি সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে কর্মরত ছিলেন।

আরও পড়ুন>> 

হামাসের হামলা/ ‘নিরীহ’ ইসরায়েলিদের পাশে দাঁড়ালো ভারত ভারতের মানুষ ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুকে জানালেন মোদী যুদ্ধের মধ্যেই ইসরায়েলে যেতে বিশাল লাইন ভারতীয়দের

ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিদ্যুৎ বিভাগ একে ‘দেশবিরোধী কাজ’ হিসেবে বিবেচনা করে এবং সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

Advertisement

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সঞ্জীব কুমার পিটিআই’কে বলেন, ঘটনার কথা জানার পর একে ‘দেশবিরোধী কাজ’ হিসেবে ধরা হয় এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সংস্থাকে তাৎক্ষণিকভাবে সাকিব খানকে বরখাস্ত করতে নির্দেশ দেওয়া হয়।

একই দিনে সাহারানপুরে আরও একটি ঘটনার সূত্র ধরে আটজনকে গ্রেফতার করা হয়েছে। পিটিআই জানিয়েছে, ঈদের নামাজ শেষে আম্বালা রোড ঈদগাহ থেকে ঘণ্টাঘর পর্যন্ত একটি মিছিলে ফিলিস্তিন ও ভারতের পতাকা উত্তোলন এবং ফিলিস্তিনপন্থি স্লোগান দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

আরও পড়ুন>> 

ইসরায়েলে গেলো ১৬ হাজার ভারতীয় শ্রমিক, কাজ করবে ফিলিস্তিনিদের জায়গায় অবৈধ পথে ইসরায়েলে ঢুকতে গিয়ে গুলিতে ভারতীয় যুবক নিহত ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো শত শত বিদেশি

পুলিশ সুপার (সিটি) ভিওম বিন্দাল জানান, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে কিছু যুবককে একটি বিদেশি দেশের পতাকা উত্তোলন করতে দেখা গেছে। তদন্ত শুরু হয়েছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নেওয়া প্রায় ৬০ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নবগঠিত ভারতীয় ন্যায়বিধি অনুযায়ী একাধিক ধারায় মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে বেআইনি জমায়েত, জনমনে বিদ্বেষ ছড়ানো, অবৈধভাবে বাধা প্রদান এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ।

পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কেএএ/