মানিকগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে প্রবীণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো হাডুডু প্রতিযোগিতা।
Advertisement
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের বটতলা গ্রামের বটতলা ঐক্য যুব পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে। খেলা দেখতে ভিড় করেন আশপাশের ছয় গ্রামের মানুষ।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাদা ও হলুদ দল অংশ নেয়। এতে বিজয়ী হয় সাদা দল।
খেলোয়াড় শামসুউদ্দিন ইসলাম (৬৫) বলেন, ‘আমার ৬৫ বছর বয়স। সাবেক খেলোয়াড় হিসেবে ৪০ বছর পর আবার মাঠে নেমে সুনাম অর্জন করেছি। আমি খুশি আমি এই বয়সে এসেও খেলা ধরে রাখতে পেরেছি।’
Advertisement
আরেক খেলোয়াড় আব্দুল জলিল মোল্লা বলেন, ‘আজ হাডুডু খেলতে এসে আমার হাত ভেঙে গেছে, তারপরও খুব ভালো লাগছে। প্রতিবছর এমন আয়োজন করা উচিত।’
স্থানীয় যুবক সাব্বির হোসেন বলেন, আমি এখানে এসেছি হাডুডু খেলা দেখতে। বৃদ্ধ বয়সেও তারা খুব সুন্দর খেলেছেন।
প্রতিযোগিতার আয়োজকদের একজন মোশারফ হোসেন বলেন, জাতীয় খেলা হাডুডু হারিয়ে যাচ্ছে। আমরা যুবকরা বিভিন্ন জায়গায় গিয়ে খেলার সুযোগ পাই। সে হিসেবে বয়স্করা তেমন সুযোগ পান না। এজন্যই ব্যতিক্রম এই আয়োজন। আমাদের ইচ্ছা আগামীতে আয়োজন আরও বড় করার।
মো. সজল আলী/এসআর
Advertisement