বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
কাউকে ছেড়ে দেওয়া হয়নি, শুল্ক নিয়ে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবারের ঘোষণা ঘিরে তৈরি হওয়া গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, শুল্কের ক্ষেত্রে কোনো দেশই রেহাই পায়নি। এমনকি, চীনা ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক এখনো বহাল রয়েছে, তবে সেগুলো এখন ‘ভিন্ন শুল্ক শ্রেণিতে’ রাখা হয়েছে।
গাজায় আরও ৩৭ জন নিহত, হাসপাতালে হামলায় শিশুর মৃত্যু
Advertisement
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় রোববার (১৩ এপ্রিল) কমপক্ষে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় ভাই ছিলেন, যারা দুর্ভিক্ষের মুখে থাকা ফিলিস্তিনিদের জন্য স্বেচ্ছায় খাবার সরবরাহ করছিলেন।
চীনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই গায়ানার ওপর চড়া শুল্ক ট্রাম্পের?
দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডে ভেনেজুয়েলা ও সুরিনামের মাঝখানে অবস্থিত ছোট দেশ গায়ানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বেশ কিছু দেশের ওপর প্রস্তাবিত চড়া শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় আপাতত কিছুটা স্বস্তি পেয়েছে গায়ানা।
পাকিস্তানের ১৪০ কোটি ডলারের রপ্তানি ঝুঁকিতে, সুযোগ বাংলাদেশের
Advertisement
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বর্ধিত শুল্ক পাকিস্তানের রপ্তানি খাতে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। ৯০ দিনের স্থগিতাদেশ শেষে এই শুল্ক কার্যকর হলে হুমকির মুখে পড়বে পাকিস্তানের ১৪০ কোটি ডলারের রপ্তানি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তাদের টেক্সটাইল খাত। আর সেই সুযোগে বাজার দখল করতে পারে বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলো।
সিবিএস’কে চরম মূল্য দিতে হবে, হুমকি ট্রাম্পের
ইউক্রেন ও গ্রিনল্যান্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসের ওপর আবার চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএসের সংবাদ সম্প্রচার ম্যাগাজিন ‘৬০ মিনিটসে’ সম্প্রচারিত ওই প্রতিবেদনের জন্য গণমাধ্যমটিকে ‘চরম মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সেমিকন্ডাক্টরের ওপর শিগগির শুল্ক আসছে: ডোনাল্ড ট্রাম্প
সেমিকন্ডাক্টর আমদানির ওপর শিগগির শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। আগামী সপ্তাহে এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা আসতে পারে।
বিশ্ববাজারে কমেছে সোনার দাম
কম্পিউটার ও স্মার্ট ফোনের ওপর শুল্ক রেহাই দেওয়ার পর বিশ্ব বাজারে সোমবার (১৪ এপ্রিল) সোনার দাম কমেছে। এর আগে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ফলে সোনার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যদিও শুল্ক ইস্যুতে অনিশ্চিয়তার কারণে সোনার দাম এখনো আউন্সপ্রতি তিন হাজার ২০০ ডলারের ওপরে রয়েছে।
দিল্লিতে বিক্ষোভ করবেন পশ্চিমবঙ্গের চাকরি হারানো শিক্ষকরা
পশ্চিমবঙ্গে চাকরি হারানোদের সংগঠন যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী ২০১৬ ঐক্যমঞ্চ সাংবাদিক সম্মেলন করেছেন। এদিন একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তারা। যার মধ্যে অন্যতম হলো তাদের সমস্যা দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া।
পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
এক বছরে জাপানের জনসংখ্যা কমেছে ৯ লাখ
২০২৪ সালে (অক্টোবর পর্যন্ত হিসাবে) জাপানের জনসংখ্যা ১২ কোটি ৩ লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ৮ লাখ ৯৮ হাজার কম। সোমবার ( ১৪ এপ্রিল) দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে।
তুরস্কে ভিন্নমতাবলম্বীদের ওপর বেড়েছে দমনপীড়ন
প্রেসিডেন্ট প্রার্থী ও ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোলুকে ১৯ মার্চ গ্রেফতারের পর তুরস্কে ভিন্নমতাবলম্বীদের ওপর রাজনৈতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। দমনপীড়নের এই ঢেউ পৌঁছেছে দেশটির শিল্প জগতেও।
এমএসএম/এমএস