টানা পাঁচ ম্যাচ হারা চেন্নাই সুপার কিংস জয়ে ফেরার জন্য প্রাণপন চেষ্টা করছে। রিশাভ পান্তের ফিফটির পরও বোলারদের নৈপুণ্যে তারা লখনৌ সুপার জায়ান্টসকে আটকে দিয়েছে ৭ উইকেটে ১৬৬ রানে। অর্থাৎ জিততে হলে চেন্নাই করতে হবে ১৬৭।
Advertisement
ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনৌ। এইডেন মার্করাম বল সমান ৬ রান করেই সাজঘরের পথ ধরেন।
মারকুটে ব্যাটার নিকোলাস পুরানও দাঁড়াতে পারেননি। ৯ বলে ৮ রান করে আউট হয়ে যান। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মোটে ৪২ রান তুলতে পারে লখনৌ।
মিচেল মার্শ সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু তার ২৫ বলে ৩০ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। ১৭ বলে ২২ করে আউট হন আয়ুশ বাদানি। ১০৫ রানে ৪ উইকেট হারায় লখনৌ। ততক্ষণে ১৩.৪ ওভার পেরিয়ে গেছে।
Advertisement
বিপদ বুঝে ধরে খেলতে থাকেন অধিনায়ক রিশাভ পান্ত। স্বভাববিরুদ্ধ ব্যাটিং করে ৪২ বলে ফিফটি করেন তিনি। সেট হয়ে হাত খোলেন পান্ত।
শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতে পাথিরানার শিকার হন তিনি। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় পান্তের ব্যাট থেকে আসে ৬৩ রান। মাঝে ১১ বলে ২০ রান করে দিয়ে যান আবদুল সামাদ।
রবীন্দ্র জাদেজা ও মাথিসা পাথিরানা নেন দুটি করে উইকেট।
এমএমআর
Advertisement