ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষার্থীরা।
Advertisement
সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। মিছিলটি গুলশান-১ চত্বর ঘুরে আবারও ক্যাম্পাসে ফিরে সমাবেশে মিলিত হয়।
ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের ডাকা এ কর্মসূচিতে যোগ দেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
Advertisement
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মুসলিম বিশ্বকে এক হয়ে এ আগ্রাসনের জবাব দিতে হবে। একই সঙ্গে তারা মানবাধিকার সংস্থাগুলো এবং বিশ্ব পরাশক্তি দেশগুলোর নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। দ্রুত যুদ্ধ ও হত্যাযজ্ঞ বন্ধ করে ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানান তারা।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস