দেশজুড়ে

নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

বাড়ির সামনে শামিয়ানা টানানো। দূর থেকে দেখে মনে হতে পারে কোনো অনুষ্ঠানের আয়োজন হয়ত। কিন্তু ঠিক তা নয়, শিক্ষাসফর ও দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতে যাওয়ার সময় রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের বাড়িতে সমবেত মানুষকে রোদ থেকে বাঁচতে এ আয়োজন।

Advertisement

সোমবার (৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের ঘোড়াপাখিয়া গ্রামে এ দৃশ্য দেখা যায়।

নিহতরা হলেন, সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ, বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন, জোবদুল হকের ছেলে মিজানুর রহমান। তারা সবাই ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা। একসঙ্গে গ্রামের তিনজনের মৃত্যুতে নেমে এনেছে শোকের ছায়া। এ দুর্ঘটনায় আহত ৩০ জনের বাড়িও একই এলাকায়।

স্থানীয় বাসিন্দা আলি হাসান জাগো নিউজকে বলেন, রোববার রাতে জামায়াতে ইসলামী রানিহাটি ইউনিয়নের শিক্ষাসফরের অংশ হিসেবে দুটি বাসে করে প্রায় ৫০ জন ব্যক্তি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, পদ্মা সেতু ও আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারতের জন্য রওনা দেন। পরে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন।

Advertisement

এদিকে, মরদেহ গ্রামে দুপুর সাড়ে ৩টার দিকে বহারম কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

নিহত নাসিম উদ্দিনের বোন সায়েমা বেগম জাগো নিউজকে বলেন, আমার বাবা ১০ দিন আগে মারা গেছে। গত রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আমার ভাই। আমাদের শেষ সম্বল বলে কিছু থাকলো না। আমার ভাবি-মা ছাড়া পরিবারে আর কেউ রইলো না। এখন পুরুষ শূন্য আমাদের পরিবার।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম বলেন, একই গ্রামে তিনজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কে কার বিপদ দেখবে বুঝে উঠতে পারছেন না।

সোহান মাহমুদ/এমএন/জিকেএস

Advertisement