কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
সোমবার (৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির সহকারী পরিচালক ফেরদৌস রহমান। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের বিরুদ্ধে এক প্রকল্প থেকেই ৩০০ কোটি টাকা লোপাটের অভিযোগসহ অন্যান্য প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযোগটির বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।
দুদকের পক্ষে করা ওই আবেদনে আরও উল্লেখ করা হয়, অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বিধায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন শামীমের বিদেশ গমনে বাধা দেওয়া একান্ত প্রয়োজন।
Advertisement
এমআইএন/এএমএ/এমএস