গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে তৌহিদী জনতার মিছিল থেকে অভিজাত খাবারের দোকান কেএফসি ভাঙচুর করা হয়েছে।
Advertisement
সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় রেস্তোরাঁটিতে ব্যাপক ভাঙচুর ও ভেতরে থাকা ইসরায়েলি কোম্পানির বিভিন্ন কোমল পানীয় নষ্ট করা হয়। পরে রেস্তোরাঁটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, কেএফসি রেস্তোরাঁ ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করে। এটি মেনে নেওয়া যায় না। নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান বাংলার মাটিতে থাকতে দেওয়া হবে না।
Advertisement
এর আগে জোহরের নামাজের পর থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট পয়েন্ট এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেখান থেকে তৌহিদী জনতার ব্যানারে বিশাল একটি মিছিল জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। সেখান থেকে অসংখ্য মানুষ মীরবক্সটুলা এলাকার কেএফসির সামনে অবস্থান নিয়ে মিছিল ও বিক্ষোভ করেন। একপর্যায়ে মিছিল থেকে কেএফসি ভাঙচুর শুরু করেন তারা। এসময় উত্তেজিত জনতা প্রতিষ্ঠানটির ভেতরে গিয়ে কোমল পানীয় নষ্ট করে বিক্ষোভ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
এদিকে, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে সিলেটে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষাও বন্ধ রয়েছে।
বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এসময় মানববন্ধন করেন বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।
Advertisement
আহমেদ জামিল/এসআর/জিকেএস