জাতীয়

৯ দফা বাস্তবায়ন চায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

৯ দফা বাস্তবায়ন চায় সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

অবিলম্বে সচিবালয় ভাতা, রেশনিং ব্যবস্থা চালুকরণ ও মহার্ঘভাতাসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

Advertisement

সোমবার (৭ মার্চ) সচিবালয়ের বাদাম তলায় পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নেতারা এই আহ্বান জানান। সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অবিলম্বে সচিবালয় ভাতা, রেশনিং ব্যবস্থা চালুকরণ ও মহার্ঘভাতাসহ ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

গত কয়েক মাস ধরে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান, নতুন পে-কমিশন গঠনের আগে পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদনাম পরিবর্তন ও পদোন্নতিসহ ৯ দফা দাবি জানিয়ে আসছে সংযুক্ত পরিষদ।

অনুষ্ঠানে সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Advertisement

আরএমএম/এমআরএম/এমএস