জাতীয়

ছুটি শেষে কাজে ফিরেছে মানুষ, গণপরিবহন বাড়লেও যানজটের ভোগান্তি নেই

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হয়েছে অফিস-আদালত। এদিকে সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজট থাকলেও দুপুরের দিকে সড়কে গাড়ির উপস্থিতি কমে যায়। এতে যানজটও কিছুটা কমে। তবে অফিস ছুটির পর পুনরায় সড়কে যানবাহন বাড়লেও যানজট তীব্র হয়নি।

Advertisement

রোববার ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে রাজধানীর শাহবাগ, পল্টন, কাকরাইল, কারওয়ান বাজার, বাংলা মোটর ও মগবাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়কে কোথাও যানজট রয়েছে, আবার কোথাও কোথাও যান চলাচল করছে নির্বিঘ্নে। এ সময় গণপরিবহনের সংখ্যাও কিছুটা কম দেখা যায়। সড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতেও দেখা গেছে।

পরিবহন চালকরা বলছেন, শহরে মানুষ এখনো কম। ঈদের ছুটি শেষে অনেক মানুষ ঢাকায় ফেরেনি। অনেকে আবার ঈদের পরেও বাড়ি গেছেন। আজ সড়কে তুলনামূলক যানজট কম। তবে কাল থেকে যানজট আরও বাড়বে।

কমলাপুর-সাভার রুটে চলাচল করা লাব্বাইক পরিবহনের চালক শামসুল হক জাগো নিউজকে বলেন, অফিস শেষে অন্যান্য সময়ে যে তীব্র যানজট থাকে তা নেই। প্রতিটি সিগন্যালে ২/৩ মিনিট অপেক্ষার পর গাড়ি ছেড়ে দেয়। মৌচাক, আর ফার্মগেটে কিছু জ্যাম পেয়েছি।

Advertisement

মিরপুরগামী বিহঙ্গ পরিবহনের চালকের সহযোগী ইকবাল হাসান বলেন, বিকেল ৪টার পর থেকেই গাড়ির গতি কমেছে। ব্যক্তিগত গাড়ি বেড়ে গেছে। আজ তীব্র যানজট নেই। তবে গুলিস্তান ও বংশালে জ্যামে আটকা ছিলাম কিছুক্ষণ।

মতিঝিল থেকে আসা এক যাত্রী বলেন, গাড়িতে জায়গা পাই না। দাঁড়িয়ে যেতে হচ্ছে। তবে যানজট কম পেয়েছি।

বাংলা মোটরে কথা হয় রমনা জোনের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের সার্জেন্ট বাহারের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলে, আজকে আমাদের প্রস্তুতি ছিল অনেক। কিন্ত খুব বেশি যানজট সৃষ্টি হয়নি। মানুষের ভিড় এখনো বাড়েনি। এই সাপ্তাহ হয়তো এভাবেই যাবে। আগামী সাপ্তাহ থেকে যানজট তীব্র হতে পারে।

আরএএস/এএমএ/জিকেএস

Advertisement