কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নানা অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
Advertisement
রোববার (৬ এপ্রিল) দুপুরে হাসপাতাল পরিদর্শন করে সিভিল সার্জন কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি বলেন, হাসপাতালে দালালরা যাতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনে ছাত্রদের সেবক দল গঠন করা হবে। চিকিৎসক সংকটসহ ওষুধ ও অন্যান্য সমস্যা নিয়ে খুব দ্রুত সময়ে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে দেখা করে সমাধান করার চেষ্টা করা হবে। নইলে সবাইকে নিয়ে আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় এনসিপির জেলা সংগঠক মুকুল মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
আরএইচ/জিকেএস