দেশজুড়ে

একই রশিতে গাছে ঝুলছিল মা-ছেলের মরদেহ

ঝালকাঠির নলছিটিতে রেইনট্রি গাছ থেকে একই রশিতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব সুজাবাদ রায়াপুর এলাকার মাঝি বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আসাদ মাঝি (৩৫) ও তার মা রুবি বেগম (৫৫)। তারা ওই এলাকার মুদিদোকানি হানিফ মাঝির স্ত্রী ও ছেলে।

হানিফ মাঝি বলেন, ‘একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রেখেছে। এ কারণে ওই পরিবারের ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে। বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ কারণে আমার স্ত্রী ও আমার ছেলে আত্মহত্যা করেছে।’

Advertisement

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আতিকুর রহমান/এসআর/জিকেএস