দেশজুড়ে

পর্যটকদের পদচারণায় মুখর ফেনীর বিনোদন কেন্দ্র

ঈদের দীর্ঘ ছুটিতে ফেনীর পর্যটন কেন্দ্রগুলো বিনোদনপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের দিন থেকে সবশেষ শনিবার (৫ এপ্রিল) বিকেল পর্যন্ত জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় দেখা যায়।

Advertisement

বিজয় সিংহ দিঘি, রাজাঝির দিঘি, মুহুরী সেচ প্রকল্প, শমসের গাজী বাঁশের কেল্লা, গোল্ডেন শিশু পার্ক, মনপুরা শিশু পার্ক, কাজিরবাগ ইকোপার্কসহ পর্যটন স্পটগুলোতে মানুষের ঢল নামে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এসব বিনোদন কেন্দ্রগুলো সাজানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ফেনী নদীর পানির মাতাল ঢেউ, বাহারি সাজের সবুজ বৃক্ষরাজি আর সিসি ব্লকে বসে সূর্য উদয় এবং সূর্যাস্তের সুন্দর দৃশ্য দেখার সুযোগ রয়েছে মুহুরী সেচ প্রকল্পে। নদীর নির্মল বাতাস, একপাশে ছোট ছোট গাছপালা, অন্যপাশে নদীর ঢেউয়ের শব্দ আর অন্যদিকে বিস্তীর্ণ এলাকাজুড়ে নানা প্রজাতির বৃক্ষরাজি। প্রকৃতির এমন মায়াবী দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

ঘুরতে আসা ফাতেমা ও আহনাফসহ বেশ কয়েকজন পর্যটক বলেন, ফেনীর দর্শনীয় স্থানগুলোতে এলে মন জুড়িয়ে যায়। পরিবার নিয়ে ফেনী নদী পাড়ের বিশুদ্ধ বাতাস আর নির্মল পরিবেশ আমাদের বিমুগ্ধ করে।

Advertisement

এদিকে মনপুরা পার্কসহ বেশ কয়েকটি স্পট ঘুরে দেখা গেছে, কেউ প্রিয়জনদের নিয়ে ঘুরছেন। কেউবা নৌকায় ঘুরে আনন্দ উপভোগ করছেন।

দাগনভূঞার মনপুরা শিশু পার্কের কর্মকর্তা জহির উদ্দিন জানান, পার্কটিতে শিশুদের জন্য বাহারি রকমের রাইডের পাশাপাশি বড়দের জন্যও বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়া ঈদ উপলক্ষ্যে পুরো পার্ক এলাকাটিকে আকর্ষণীয় করে সাজানো হয়েছে। অন্যান্য বারের চাইতে এবার ঈদে ভ্রমণপিপাসুদের ভিড় আমাদের ব্যবসাকে আরও সমৃদ্ধ ও লাভবান করছে।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মানুষ যেন সুন্দরভাবে ঈদের আনন্দ উদযাপন করতে পারে সেজন্য এসব স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন রয়েছে।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, এবারের ঈদে জেলার সব বিনোদন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুন্দরভাবে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করছেন বলে আশা করছি।

Advertisement

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এমএস