নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে আহসান উল্লাহ আছান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহত আহসান উল্লাহ আছান উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কুমারটেক গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোবরার রাত সাড়ে দশটার দিকে বাড়ির পাশের ফার্মেসির সামনে বসেছিলেন আহসান উল্লাহ আছান। এসময় একটি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরা তিনজন ওই ফার্মেসির সামনে আসেন। এরপর তাদের একজন আছানের মাথায় গুলি করে পালিয়ে যান।
আরও পড়ুননাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা নারীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় ফারুকীর দুঃখপ্রকাশঘটনাস্থলে লুটিয়ে পড়েন আছান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Advertisement
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
সঞ্জিত সাহা/কেএসআর