দেশজুড়ে

ময়মনসিংহে ট্রাক-পিকআপে যাত্রী বহন করায় জরিমানা

ময়মনসিংহে পণ্যবাহী পিকআপ ও ট্রাকে যাত্রী বহনসহ বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে চালকদের ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শনিবার (৫ এপ্রিল) দুপুরে নগরীর বাইপাস মোড়ে এ অভিযান চালান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাদ হাসেম।

তিনি জাগো নিউজকে বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের টার্গেট করে অনেক বাসের চালক ইচ্ছেমতো ভাড়া আদায় করার তথ্য ছিল আমাদের কাছে। দুপুরে অভিযানে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এসময় দেখা যায় ইমাম, শ্যামলী, শ্যামলী বাংলা, সৌখিন, গাজীপুর ও শালবনসহ কয়েকটি পরিবহনের চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এছাড়া পণ্যবাহী বিভিন্ন পিকআপ ও ট্রাকে করে যাত্রী পরিবহন করা হচ্ছিলো। ফলে বাসসহ এসব যানবাহনের চালকদের ১২টি মামলায় ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সড়কে নিয়মিত অভিযান চালানো হবে। সড়ক পরিবহন আইন অমান্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

কামরুজ্জামান মিন্টু/এমএন/এমএস