জাতীয়

বিমসটেকে যুব উৎসব আয়োজনের আহ্বান প্রধান উপদেষ্টার

বিমসটেকে যুব উৎসব আয়োজনের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের সদস্য দেশগুলোর তরুণ-তরুণীদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে একটি যুব উৎসব আয়োজনের জন্য সংগঠনটির সচিবালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement

ষষ্ঠ বিমসটেক সম্মেলনের শেষে শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে সংগঠনটির মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা এসময় আগামী দুই বছর পর ঢাকায় অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের সময় তরুণদের জন্য আলাদা একটি সম্মেলনের আয়োজনের কথাও বলেন।

তিনি বলেন, বিমসটেক নেতারা যখন মিলিত হবেন, তখন আলাদাভাবে তরুণদের জন্য একটি সভা হওয়া উচিত। এতে সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে।

Advertisement

আরও পড়ুন

শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ও তিস্তা নিয়ে আলোচনানরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার প্রধান উপদেষ্টার

তিনি আরও বলেন, একটি যৌথ যুব উৎসব হওয়া উচিত। যেখানে প্রতিটি দেশ নিজেদের মতো অংশ নেবে এবং একটি দেশ নেতৃত্ব দেবে। এই উৎসব তরুণ-তরুণীদের একত্রিত করবে।

এই প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়ে সংগঠনটির মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, এই ধারণাগুলো অসাধারণ। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগুলো বাস্তবায়নে কাজ করব।

বিমসটেক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) সম্পর্কেও খোঁজ নেন প্রধান উপদেষ্টা। জবাবে বিমসটেক মহাসচিব জানান, সদস্য দেশগুলোর বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের একটি বৈঠক আয়োজনের প্রস্তুতি চলছে, যেটি শেষবার ২০০৪ সালে অনুষ্ঠিত হয়েছিল।

Advertisement

এছাড়াও, ড. ইউনূস বিমসটেক সচিবালয়কে সংস্থার কার্যক্রমের ফলপ্রসূ বাস্তবায়নের জন্য একটি বার্ষিক বৈঠকের ক্যালেন্ডার তৈরির আহ্বান জানান।

শুক্রবার ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন শিনাওয়াত্রা নতুন চেয়ারম্যান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এমইউ/এএমএ/এএসএম