থাইল্যান্ডের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সকালের নাশতায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
Advertisement
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টায় ব্যাংককের সাংরিলা হোটেলের ভোলটি রেস্তোরাঁয় সকালের নাশতায় অংশ নেন তিনি।
আরও পড়ুন জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বিমসটেকের আমূল পরিবর্তনে তিনটি শূন্যের বিশ্ব গড়তে চায় বাংলাদেশএসময় তার সঙ্গে অতিথি হিসেবে ছিলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা, সাবেক উপ-প্রধানমন্ত্রী ও চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি ড. সুরকিয়ার্ট সাথিরাথাই. প্রিন্সেস মহা চক্রি অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ক্রিসানাপং কীর্তিকারা, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আরমিদা সালসিয়াহ আলিসজাহবানা, থাইল্যান্ডের ন্যাশন বিল্ডিং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের (এনবিআইআই) চেয়ারম্যান প্রফেসর ড. ক্রিয়েংসাক চারিওনওংসাক, থাইল্যান্ডের বিমানবন্দর পরিচালনা পর্ষদের সভাপতি ও সচিব কেরাতি কিজমানওয়াত, ইসলামিক ব্যাংক অব থাইল্যান্ডের পরিচালক ও সভাপতি ড. থাওয়েলাপ রিত্তাপিরম. দ্য সিয়াম সোসাইটির সভাপতি বিলাইভান সাম্পাতিসিরি, থাই এয়ারএশিয়া কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান তাসাপন বিজলেভ্ল্ড, ফেডারেশন অব থাই ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ক্রিয়েংক্রাই থিয়েনুকুল, থাইল্যান্ড স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট আসাদেজ কংসিরি, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. সোরাফোল তুলায়াসাথিয়েন, চারোয়েন পোকফান্ড গ্রুপ কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নেটিথর্ন মাও প্রাদিতসার্ন, থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক ভাইস রেক্টর সুপ্রিদি রিত্তিরঙ্ক, ইতালীয়-থাই ডেভেলপমেন্ট পিসিএলের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট থোরানিস কর্নাসুতা, থাই রেড ক্রস সোসাইটির কর্মকর্তা ড. আপিচার্ট চিনওয়ান্নো, এআইটি ইউনূস সেন্টারের ড. ফয়েজ শাহ, দ্য ব্যাংকক পোস্টের সম্পাদক সুনরুথ বুনিয়ামানি ও সেন্ট্রাল গ্রুপের নির্বাহী পরিচালক ড. সুথিফান্দ চিরাথিভাত।
এমইউ/বিএ/জিকেএস
Advertisement