অভিষেক ম্যাচ প্রতিটি ক্রিকেটারের জন্যই স্বপ্নের মতো। কিন্তু ভাগ্য মন্দ হলে স্বপ্ন পূরণের দিনেও কাউকে কাউকে দেখতে হয় দুঃস্বপ্ন। যেমনটি দেখলেন পাকিস্তানের উসমান খান।
Advertisement
নিউজিল্যান্ডের ব্পিক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তান দলে অভিষেক হয়েছিল উসমানের। কিন্তু নেপিয়ারে ফিল্ডিংয়ের সময় চোট পান ডানহাতি ব্যাটার। এমআরআই স্ক্যানে দেখা গেছে, লো-গ্রেড টিয়ার ছিঁড়ে গেছে তার। যা মূলত হ্যামস্ট্রিং নামে পরিচিত। চোটের কারণে বুধবার হ্যামিল্টনে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে খেলতে পারবেন না ২৯ বছর বয়সী তারকা।
পাকিস্তানের জার্সিতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে ৩৩ বলে ৩৯ রান করেন। আবদুল্লাহ শফিকের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলেন। যদিও ওই ম্যাচে পাকিস্তান ৭৩ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে।
উসমান এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। ২০২৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অভিষেকের পর সাধারণত তিন অথবা চার নম্বরে ব্যাটিং করেন তিনি।
Advertisement
উসমানের অনুপস্থিতিতে শফিকের সঙ্গে ইনিংস ওপেন করার জন্য ইমাম-উল-হক দলে নেওয়া হতে পারে। চলতি মাসের শুরুর দিকে শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ওয়ানডে দলে ছিলেন ইমাম। তবে তাকে একাদশে রাখা হয়নি। ফখর জামান পেশির চোটের পড়লে কপাল খুলে ইমামের।
এছাড়া বাবর আজমকে ওপেনিংয়ে তুলে আনার বিকল্পও রয়েছে। যেমনটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা গিয়েছিল। খুশদিল শাহ বা ফাহিম আশরাফের মতো একজন অলরাউন্ডারকে একাদশে রাখা যেতে পারে। প্রথম ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে বাবর ৮৩ বলে ৭৮ রান করেছিলেন।
এমএইচ/জেআইএম
Advertisement