টানা চতুর্থবারের মতো শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্যামি সিলভা। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।
Advertisement
এ নিয়ে তৃতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিলভা। বোর্ডের অন্যান্য সদস্যরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।
জয়ন্ত ধর্মদাসা ও রবিন বিক্রমারত্নে পুনরায় সহ-সভাপতির পদে নির্বাচিত হয়েছেন। সুজীবা গডালিয়াদ্দা, ক্রিশান্থ কাপুওয়াট্টে ও লাসন্তা বিক্রমাসিংহ যথাক্রমে কোষাধ্যক্ষ, সহকারী সম্পাদক ও সহকারী কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
তবে ২০২৩ সালের নভেম্বরে পদত্যাগ করা সেক্রেটারি মোহন ডি সিলভা এবার নির্বাচিত হননি। তার জায়গায় নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন বান্দুলা দিসানায়েকে। নির্বাহী কমিটিতে তিনিই একমাত্র নতুন মুখ। ডি সিলভার পদত্যাগের পর অস্থায়ী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন কাপুওয়াট্টে।
Advertisement
২০২৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করতে পারলে মোট ৮ বছর এসএলসির চেয়ারম্যান হিসেবে থাকবেন শ্যামি সিলভা। এটি সম্ভব হয়েছে শ্রীলঙ্কার ক্রীড়া আইনে সাম্প্রতিক পরিবর্তনের কারণে। নতুন নিয়ম অনুযায়ী, কর্মকর্তারা চার বছরের মেয়াদী পদগুলোতে টানা দুইবার থাকতে পারবেন।
এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত ডিসেম্বর এএলসির সংবিধান পরিবর্তনের পর প্রথম নির্বাচন। এই পরিবর্তনের ফলে ভোটারের সদস্য সংখ্যা ১৪৭ থেকে কমিয়ে ৬০ করা হয়েছে।
এমএইচ/এএসএম
Advertisement