আন্তর্জাতিক

পুতিনের ওপর ‘বেজায় রাগ’ ট্রাম্পের, রাশিয়ার তেলে শুল্ক আরোপের হুমকি

পুতিনের ওপর ‘বেজায় রাগ’ ট্রাম্পের, রাশিয়ার তেলে শুল্ক আরোপের হুমকি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘বেজায় চটেছেন’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় পুতিন বাধা দিলে রাশিয়ার তেল ক্রেতাদের ওপর নতুন করে শুল্ক আরোপ করারও হুমকি দিয়েছেন তিনি।

Advertisement

স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

এনবিসির সাংবাদিক ক্রিস্টেন ওয়াকারের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি বলেন, রোববার সকালে পুতিনকে টেলিফোন করেছিলেন ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি পুতিন যে মন্তব্য করেছেন, ফোনকলে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কয়েক দিন আগে পুতিন বলেছিলেন, ইউক্রেনে জেলেনস্কিকে সরিয়ে একটি সাময়িক প্রশাসনকে ক্ষমতায় আনতে হবে। তারাই যুদ্ধ বন্ধে কাজ করবে ও দেশটিতে একটি নির্বাচনের আয়োজন করবে। রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের বিষয়ে ট্রাম্প বলেছেন, তিনি পুতিনের ওপর ‘খুব রাগান্বিত ও বিরক্ত’ হয়েছেন।

Advertisement

ক্রিস্টেন ওয়াকার জানান, ট্রাম্প তাকে বলেছেন, ইউক্রেনে রক্তপাত বন্ধ করার জন্য আমি ও রাশিয়া যদি একটি চুক্তিতে পৌঁছাতে না পারি, আর যদি মনে করি এর জন্য পুতিন দায়ী, তাহলে রাশিয়া থেকে আসা সব জ্বালানি তেলের ওপর দ্বিতীয় ধাপে ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবো।

এদিকে, ট্রাম্পের এসব মন্তব্য নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। যদিও মস্কো বরাবরই তাদের বিরুদ্ধে আরোপ করা সব পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিধিনিষেধকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছে।

সূত্র: এনবিসি নিউজ

এসএএইচ

Advertisement